মাগুরা প্রতিনিধি॥ মাগুরা ঢাকার রোডের সৈকত হোটেলে ইব্রাহিম (৪৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাজবাড়ি জেলা বাহাদুরপুর গ্রামের আকবার আলীর ছেলে।মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার রোডের হোটেল সৈকতে গিয়ে দেখা যায় ,পুলিশ ও মাগুরা ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় হোটেলের ম্যানেজার জানান,গতকাল সোমবার রাত্র ১০ টায় হোটেলটিতে বুক করে যায় পরে রাত সাড়ে ১০টার দিকে রুমে যান । সকালে রুমের সামনে অনেক ডাকাডাকি করে পরে জানালা দিয়ে দেখতে পান ইব্রাহিমের লাশের পা ঝুলছিল এ সময় পুলিশকে খবর দেয় হোটেল কর্তপক্ষ।মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান হাসপাতালের ময়না তদন্তের জন্য জানা যাবে সে ষ্ট্রোক না অন্য কোন ব্যাপার মারা গেছেন কিনা? মৃত ইব্রাহিম একটি বিস্কুট কোম্পানিতে চাকরী করতেন।