• Fri. Jan 10th, 2025 5:24:15 PM

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মঘি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি লিয়াকত মোল্যার ইন্তেকাল

Bybasicnews

Oct 4, 2023

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের যুবদলের সাবেক সভাপতি লিয়াকত আলী মোল্যা(৫৭) মঙ্গলবার সকাল সোয়া ৮টায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহী—-রাজিউন।তিনি স্ত্রী ,মা,ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।স্বজনসুত্রে জানায়,৩অক্টোবর মঙ্গলবার মাগুরার বাড়িতে ভোর ৬টার দিকে অসুস্থ্য হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এদিকে লিয়াকত মোল্যার মৃত্যুর সংবাদে মাগুরা জেলা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল,শ্রমিকদল শোক জানিয়েছেন।ঐদিন বাদ আছর তার গ্রামের বাড়ি আড়ুয়াকান্দি জানাজা শেষে গৌরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *