মাগুরা নিজস্ব প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে পূত্রের লাঠির আঘাতে পিতা জখম। পাষন্ড পূত্রের নাম আইয়ুব আলী,লাঠির জখমী পিতার নাম সাবুর আলী তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সাবুর আলী জানান ,৭ই অক্টোবর শনিবার আমার পাষন্ড ছেলের ছেলের সাথে মাছ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পাষন্ড ছেলে আইয়ুব আলী বাঁশের লাঠি দিয়ে আমাকে মাথায় আঘাত করে মাথা ফেটে রক্তাত্ব হলে স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে আনে।ডাক্তার মাথায় ৮টি সেলাই করেন। এিিদকে এ ঘটনায় এলাকায় ছি ছি রব উঠেছে যে জন্মদাতা পিতাকে যে মারতে পারে সে নিশ্চয় খুনি।জখমী পিতা সাবুর আলীসহ এলাকাবাসী এই কুলাঙ্গার সন্তানের বিচার দাবী করেন।