মাগুরা প্রতিনিধি॥ মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড রায়গ্রামে শত বছরের ঐতিহ্য গ্রামবাংলার গাজী কালুর গান অনুষ্ঠিত হয়েছে।১৮ই অক্টোবর বুধবার রাত নয়টার দিকে আইয়ুব আলী গাইনের দল এ গাজীর গানে অংশ নেয়। আইয়ুব আলী গাইন ঐ গ্রামের সিয়রাজ গাইনের নাতি ছেলে এবং তার পিতার নাম আয়নছার গাইন। আইয়ুব আলী জানান,শত বছর ধরে গাজীর গান এখানে চলে আসছে। সে ধারাবাহীকতায় আজ এ গান আমি দিয়ে থাকি।দেশ বিদেশ থেকে তার এ গাজীর গান শোনার জন্য নারী পুরুষ জড়ো হয়।সিতারামপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক খন্দকার কোবাদ আলী জানান,গ্রাম বাংলার ঐতিহ্য গাজীর গান হারিযে গেছে তবে এ গান মানুষের মনে আনান্দ দেয়। তাই এ গান ধরে রাখার জন্য আইয়ুব আলী প্রতি বছর এ গানের আয়োজন করেন। আমরা দুর দরান্তে থেকে এ গান শোনার জন্য আসি।কাটাখালী আখড়া বাড়ির সাধারন সম্পাদক বাবুর আলী জানান.আইয়ুব ভাই আমার সাধু কমিটির লোক সে এ গাজীর গানে খুব পারদর্শী।তিনি গাজীর গানের মাধ্যমে সমাজের অনাচার দুরাচার দুর করতে দর্শক শ্রতাদের এ গান শোনার আহ্বান জানান।