• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

       মাগুরা পৌরসভার রায়গ্রামে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামবাংলার গাজী কালুর গান অনুষ্ঠিত

Bybasicnews

Oct 21, 2023

 

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড রায়গ্রামে শত বছরের ঐতিহ্য গ্রামবাংলার গাজী কালুর গান অনুষ্ঠিত হয়েছে।১৮ই অক্টোবর বুধবার রাত নয়টার দিকে আইয়ুব আলী গাইনের দল এ গাজীর গানে অংশ নেয়। আইয়ুব আলী গাইন ঐ গ্রামের সিয়রাজ গাইনের নাতি ছেলে এবং তার পিতার নাম আয়নছার গাইন। আইয়ুব আলী জানান,শত বছর ধরে গাজীর গান এখানে চলে আসছে। সে ধারাবাহীকতায় আজ এ গান আমি দিয়ে থাকি।দেশ বিদেশ থেকে তার এ গাজীর গান শোনার জন্য নারী পুরুষ জড়ো হয়।সিতারামপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক খন্দকার কোবাদ আলী জানান,গ্রাম বাংলার ঐতিহ্য গাজীর গান হারিযে গেছে তবে এ গান মানুষের মনে আনান্দ দেয়। তাই এ গান ধরে রাখার জন্য আইয়ুব আলী প্রতি বছর এ গানের আয়োজন করেন। আমরা দুর দরান্তে থেকে এ গান শোনার জন্য আসি।কাটাখালী আখড়া বাড়ির সাধারন সম্পাদক বাবুর আলী জানান.আইয়ুব ভাই আমার সাধু কমিটির লোক সে এ গাজীর গানে খুব পারদর্শী।তিনি গাজীর গানের মাধ্যমে সমাজের অনাচার দুরাচার দুর করতে দর্শক শ্রতাদের এ গান শোনার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *