• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ডাঃ শাহীন ম্যাটানিটি নামে মাত্র চাকুরী নিজের মধুখালী উপশম ক্লিনিকে ওটি করেন।

Bybasicnews

Nov 4, 2023

মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় মা ও শিশু ম্যাটানিটি হাসপাতালের ডাঃ মঈনুল হোসেন শাহীন নামে মাত্র চাকুরী করেন।খোজ নিয়ে জানা যায়,তিনি বেশির ভাগ সময় ওটি করেন মধুখালীর বিভিন্ন ক্লিনিকে।এমনকি মধুখালী উপশম ক্লিনিক তার নিজের হওয়ায় রোগীদের মাগুরা থেকে কৌশলে মধুখালী উপশম ক্লিনিকে যাওয়ার অভিযোগ উঠেছে। গুজবে কান না দেওয়াই ভাল তবে অনেকের অভিমত যে একজন ম্যাটানিটি সরকারি চাকুরী করে কিভাবে বেসরকারি ক্লিনিক ব্যবসা করতে পারেন। এ ছাড়া তিনি মাগুরার বহু বিতর্কীত ডাঃ লাউজুর স্বামী। অনুসন্ধানে আরো জানা যায়। ডাঃ লাইজু মাগুরা সদর হাসপাতালে একটানা তিন বছর বহালতবিয়তে চাকুরী করে আসছেন। কেউ তাকে বদলী করতে পারেন নি।ডাঃ লাইজুর উপরে হাত রয়েছে। এ জন্য তার স্বামীর ষঢ়যন্ত্রে মিলে মধুখালী উপশম ক্লিনিকে রোগী দেখেন। মাগুরার স্বাস্থ্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে এসব ব্যবসা করে কোটিপতি হচ্ছেন? এসব দেখার কেউ নাই। সাংবাদিকরা ডাক্তারের বিরুদ্ধে কলম ধরলে হয়ে যায় হলুদ সাংবাদিক। এসববের ভিতর থেকে কবে উপশম পাবে জাতী।সাধারনের ভিতর এসব প্রশ্ন উঠছে। প্রশাসনসহ সাধারন জনগনের বিষয়টি উর্ধত্মন মহলে দেখার প্রত্যাশা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *