• Thu. Jan 2nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ২৯ ব্যাটালিয়ন আনসার ৭ জন সদস্যর র‍্যাংকবাজ পরালেন জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ

Bybasicnews

Nov 15, 2023

  ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৯ ব্যাটালিয়ন আনসারের ৭ জন ব্যাটালিয়ন আনসার সদস্য র্যাংকবাজ পেয়ে পদোন্নতি পেলেন। মঙ্গলবার ১৪ নভেম্বর দুপুর ১২ টার সময় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এই র্যাঙ্কবাজ লাগানো হয়। মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল হোসেন ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী ৭ জন ব্যাটালিয়ন আনসারদের র্যাংকবাজ লাগিয়ে দেন। ৭ জন ব্যাটালিয়ন আনসার সদস্যরা হলেন, এপিসি থেকে পিসি পদোন্নতি পেলেন রেজিনং ১৩৯০০ পিসি মোঃ আবু তালেব, নায়েক হতে হাবিলদার ৩ জন পদন্নোতি পেলেন তারা হলেন রেজিনং ২২৭৮৩ হাবিলদার মোঃ হাবিবুর রহমান, রেজিনং ২২৭৯০ হাবিলদার মোঃ আঃ সালাম, রেজিনং ২৩৩৫২ হাবিলদার মোঃ ফকর উদ্দিন, ল্যান্স নায়েক হতে নায়েক পদোন্নতি পেলেন রেজিনং ২৭৪৩৮ নায়েক জসিম উদ্দিন এবং ব্যাটালিয়ন আনসার হতে ল্যান্স নায়েক পদোন্নতি পেলেন ২ জন তারা হলেন রেজিনং  ১৯১২৫৪৬ ল্যান্স নায়েক মির্জা ইয়াকুব ও রেজিনং ১৯১২০৮৩ ল্যান্স নায়েক তাইজ উদ্দিন। এসময় প্রত্যেক পদন্নোতি র্যাংকবাজধারী ব্যাটালিয়ন সদস্যদেরকে ফুলের তোড়া উপহার প্রদান করেন জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *