• Fri. May 9th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

Bybasicnews

Dec 10, 2023

স্টাফ রিপোর্টার : ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইন থেকে মাগুরার ১ লক্ষ ১৮ হাজার ৩ শত ৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকাল ৩টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

 

 

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক্তার আমিনুল ইসলাম শাওন, ডাক্তার দেবপ্রিয় সরকার পিংকি, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

সভায় জানানো হয়, এবার মাগুরা জেলার ৪টি উপজেলা ও ১টি পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩ শত ৪৮ জন শিশুকে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬ শত ৬৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫ হাজার ৬শত ৮১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *