মাগুরা তিনিধি : মাগুরা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। সোমবার অনুষ্ঠিত
বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত এডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন নির্বাচিত হয়েছে। ১৫ জানুয়ারী সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ হয়।
মোট ১৫ টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মাগুরা আইনজীবী সমিতির ২৭৮ জন ভোটারের মধ্যে ২২৪ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্রাচার্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানান জেলা আইনজীবী সমিতির সদস্যরা।