• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা ছোনপুর গ্রামে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে ক্রিড়া ও সাংস্কৃতি অনুষ্ঠিত

Bybasicnews

Feb 21, 2024

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্যাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ক্রিড়া ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।বুধবার ছোনপুর কেন্দ্রিয় খেলার মাঠে মোহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে এ খেলার প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা আ,লীগের বিপ্লবী সাংগঠনিক জনাব রানা আমির ওসমান রানা। বিশেষ অথিতি ছিলেন,মাগুরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মীর শহিদুল ইসলাম বাবু,সাবেক জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান রঞ্জু,জগদল ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক আব্দুল মান্নান.রমজান আলী,জগদল ইউনিয়নের মেম্বার আমীর খাঁন. সাবেক মেম্বার জহুর ,আক্কাস আলী,ছিদ্দিক বিশ^াস প্রমুখ। খেলার ইভেন্ট ছিলঃ- বালক (ক) শাখার সাঁতার প্রতিযোগীতা,ও সাইকেল ,বালক (খ) মোরগ যুদ্ধ,ও ৬০০মিটার দৌড়,বালক( গ )গ্রুপে ৩০০ মিটার দৌড়,এবং বালক/বালিকা চেয়ার আসন গ্রহন ও বালিশ বদল, নৃত্য , বিস্কুট দৌড় প্রতিযোগীতা।পরে অথিতিরা ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীকে পুরষ্কার করা হয়। রাত ১০টায় বিচার গানে অংশ নেন বাউল নায়েব আলী তার সংগে প্রতিদন্দিতা করেন বাউল শিল্পী মমতাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *