মাগুরা প্রতিনিধি॥ মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড সিতারামপুর গ্রামে মহিদুলেরদোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। ২৭ শে ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মহিদুল ইসলাম ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি জানান,আজ বেলা ১টা দেড়টার দিকে খবর পাই বিদ্যুতের খুটিতে আগুন ধরেছে। তখনই আমরা ফায়ারসার্ভিসে খবর দিই।ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের নগদ ২৫হাজার টাকা ও ২লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে ে গছে।এদিকে মাগুরা ফায়ার ষ্টেশন অফিসার রুহল আমিন জানান,আমরা বেলা ২টার দিকে আগুন লাগার খবর পাই তখন সাথে সাথে আমাদের ফায়ারের ২টি ইউনিট আগুন নিভানোর কাজ করি। দোকানের নগদ টাকা বা মালামাল ক্ষতি হয়েছে তবে কি পরিমান সেটা তালিকা করছি।তবে এখন দোকানসহ আসে পাশের বাড়ি সম্পুর্ণ আগুন নিয়ন্ত্রনে আছে।