মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় অভিনব কায়দায় নেশায় অচেতন করে আনিছুর(২৭) নামে এক ইজিবাইক ড্রাইভার মলম পাটির খপ্পরে পড়ে ইজিবাইক খোয়াছেন । আনিচ সদর উপজেলার কুকনাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ।২৯ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইউনুস আলী মাগুরা সদর থানায় জিডিতে জানান.বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকারোড হইতে মধুখালীর উদ্যেশে ভাড়া ঠিক করে ইজিবাইকে যাত্রী নিয়ে কছুন্দি ফাকা মাঠের ভিতর এলাকা পৌছলে চেতনানাশক খাইয়ে অচেতন করে একটি স্যাামসাং গ্লাক্্রী এ ও ৩ মুল্য ২০ হাজার টাকা এবং ২লক্ষ ৩০হাজার টাকা মুল্যর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। এ সংবাদ পারনান্দুয়ালী বন্ধন অটোর মালিক সোহেল রানা আমাকে সংবাদে জানায় এবং পরে তারা হাসপাতালে ভর্তি করেন।এ রিপোর্ট লেখা পর্জন্ত আনিছুর রহমান জ্ঞান ফেরেনি। তবে জ্ঞান ফিরলে হয়তো তিনি সব বলতে পারবেন?