মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে মিজানুর মন্ডলের দোকান কেটে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মিজানুর মন্ডল অভিযোগে জানান,এ চুরি চিহিৃত চোরেদের দ্বারা ঘটেছে দাবী করেন। তিনি আরো জানান,২রা মার্চ শনিবার আমার দোকান রাত অনুমান সাড়ে ১০টার দিকে দোকান বন্দো করে বাড়ি যাই।পরদিন রবিবার সকালে দোকানে এসে দেখি পিছনের ইটের গাথুনি কেটে দোকানে থাকা ৩টি ওয়েলডিং মেশিন যার মুল্য ১লক্ষ ২০হাজার টাকা।আমার ধারনা পূর্বের কর্মকচারী বাপ্পা রাজ,জাবেদরাই এ কাজ ঘটিয়েছে।এ বিষয়ে মাগুরা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মিজানুর মন্ডল এ চুরি তদন্ত করে আইনের বিচার চেয়ে শাস্তি কামনা চান।