মাগুরা পৌর প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো”-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে কালেক্টরেট চত্ত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডা শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।
পরে কালেক্টরেট মাঠে মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহড়া প্রদর্শন করে।