রাত পোহালেই ভোট,ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিতে চাঁন ভোটাররা
আকরাম হোসেন ইকরাম মাগুরা থেকে॥ মাগুরা সদর উপজেলা নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিতে চাঁন ভোটাররা। দুর্ণীতিমুক্ত,স্বচ্ছ,সৎ ও সমাজে গ্রহনযোগ্য প্রার্থীকে ভোট দিতে ”াচ্ছেন ভোটাররা। রাত পোহালেই প্রথম ধাপে এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা মাদক,সন্ত্রাস,ও চাঁদাবাজ,নির্মুলের অঙ্গিকারসহ এলাকার জলাবন্ধতা নিরসন এবং উন্নয়নমুলক কর্মকান্ডর প্রতিশ্রুতি দিয়ে ভোটে এসেছেন। এবার তীব্র তাবদাহের কারনে ভোটকেন্দ্রে একটি শঙ্কা ছিল সেটি আপাততো গতকাল বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি ফিরে এসেছে। সদর উপজেলার বিভিন্ এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে বেশির ভাগ ভোটাররা ক্লিন ইমেজের প্রার্ধীকে নির্বাচন করতে চাঁন। এলাকার উন্নয়ন করতে যার গ্রহনযোগ্য বেশি সৎ এবং সহজেই যার কাছে যাওয়া যাবে,বিপদ আপদে পাশে থাকবে তাকেই ভোট দিতে চাঁন ভোটাররা।
রাত পোহালেই ভোট,ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিতে চাঁন ভোটাররা
