• Tue. Dec 24th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহার, ও বিচারের দাবিতে মানববন্ধন

Bybasicnews

May 16, 2024
মাগুরায় প্রতিপক্ষের হামলায় চঞ্চল্যকর নিজাম হত্যার ঘটনায় হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে মাগুরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বলেশ্বর পুর, গোবিন্দোপুর, ঘোড়ানাচ, কুকিলা, বাওড়ডাঙা সহ পাঁচটি গ্রামের কয়েকশত নারী এতে পুরুষ অংশ নেয়।
। তাদের মাঠের ফসলের ধান কেটে নিয়ে যাওয়া, ভয় ভীতি প্রদর্শন সহ নানাভাবে অত্যাচার নির্যাতনে হয়রানি করা হচ্ছে।
এ অবস্থায় মামলার ভয়ে পুরুষ শূন্য গ্রামে নিরাপত্তাহীনতায় চরম মানবেতর জীবন যাপন করছেন গ্রামের শিশু নারীরা। একদিকে পুলিশের ভয়, অন্যদিকে হামলা ও লুটপাটের ভয়ে অতঙ্কিত ভুক্তভোগী পরিবারসহ গ্রামবাসী। এই পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। ভুক্তভোগীরা মানববন্ধন শেষে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *