• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার কাটাখালি হাটে কোরবানির গরু-ছাগলে জমজমাট হাট ঈদের আগের দিন পর্জন্ত চলবে?

Bybasicnews

Jun 13, 2024

আকরাম হেেিসন ইকরাম ,মাগুরা প্রতিনিধি॥ পবিত্র ঈদুল আযহা তথা কোরবানি ।গতকাল বুধবার কাটাখালি হাট ঘুরে দেখা গেছে গরু –ছাগলের হাটে তিল পরিমান জায়গা নাই । গরু ছাগল যেমন ঈদের হাটে বেপারি ও কৃষকদের পোষা গরু নাটাই ,মিনি ট্রাক,নসিমন,করিমনে ভওে, ভরে হাটে পৌছিতেছে। কাটাখালি হাট বেলা সাড়ে ১০ টার মধ্যে কানায় কানায় ভর্তি গরু ছাগলে। বেপারি হাফিজার জানান, গত বছরের তুলনায় এবার দুর দুরান্ত থেকে বেপারিরা আসতে পারেনি। মানুষের গতবারের চেয়ে এবার ঈদে গরু –ছাগল কম বিক্রি হয়েছে।তবে এবার পশু হাটে পর্যাপ্ত পরিমানে ক্রেতা ছিলনা। এখন ঈদের সময় দুর দুরান্তের বেপারিরা এখন আসতে শুরু করেছে এমনকি চাঁষাবাদের জন্য পোষ্য গরু কেনার উপযুক্ত সময়। তাছাড়াও সামনে আষাঢ় মাস বৃষ্টি বাদলায় গরুর খাবারের দাম বেশি এ সমস্ত চিন্তা করেই কৃষক ও চাঁষীরা হাটে পশু তুলছেন। নরসিংহাটি গ্রামের খামারী সোহরাব হোসেন জানান,হাটে শুধু গরু আর গরু । কাটাখালি দক্ষিণ পশ্চিম অঞ্চলের একমাত্র পশু হাট, এই হাটে ২০০ বছরেরর ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে এ হাট।প্রতি বুধবার বসে এখানে গরু-ছাগলের বড় হাট। গরু চাঁষি আব্দুল খালেক বিশ্বাস জানান,গত বছর যে পশুটি বিক্রি হয়েছে ১লাখ টাকা এবার সে পশু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকা।প্রতিটি গরুর দাম ২০ থেকে ৪০ হাজার টাকা কম হলেও আর গরু বাড়িতে রাখা সম্ভব নয়।যে দামেই হোক এ গরু বিক্রি করতে হবে।এ জন্য এ ঈদে পর এবার গরুর হাটে প্রচুর ভিড় দেখা যাচ্ছে।হাট ইজারা মালিক বাবলু মীর জানান, মাগুরার প্রতিটি হাটে বেচাকেনা কম ছিল।এখন বেপারিরা দুর-দুরান্ত থেকে আবার আসতেছে ।যে কারনে হাটে গরু –ছাগলের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কোরবানির ঈদের সময় যে সব গরু বিক্রি হয়নি সে সমস্ত গরু চাঁষিরা না বিক্রি করে বড় ধরনের লোকসানে পড়বে ?তিনি আগামী রবিবার অর্থাত ঈদের আগের দিন পর্জন্ হাট চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *