• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় মৃত জাহিদ হত্যার বিচার ভিন্নখাতে নেওয়ার ষঢ়যন্ত্র,পরিবারটি নিঃস¦ হয়ে যাওয়ার পথে বসেছে

Bybasicnews

Jun 28, 2024

 

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার বেরইল গ্রামে জাহিদ নামে এক ব্যাক্তি খুন হয়। গত ২০ শে জুন বৃহস্পতিবার মাটিফেলাকে কেন্দ্র করে আশরাফ আর আনারুলের সাথে কথা কাটাকাটির জেরে জাহিদসহ আরো কয়েকজন আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করলে জাহিদ ফরিদপুর যাওয়ার পথে মারা যান। এদিকে জাহিদের মৃত সংবাদ গ্রামে এসে পৌছলে গ্রামে লুটপাট ভাংচুরসহ নানা ষঢ়যন্ত্র চলে । জাহিদ হত্যার প্রকৃত খুনীরা কেচটি ভিন্নখাতে নেওয়ার পায়তারা করেন। জাহিদ ঐ গ্রামের সন্তান নন। তিনি অন্যগ্রাম হতে উঠে এসে বেরইল গ্রামে বসবাস করতেন। তবে জােিদর একমাত্র মামা মন্টু মোল্যা (৭০) জানান,মৃত জাহিদ আমার একমাত্র ভাগ্নে।সে নিরিহ প্রকৃতির মানুষ।এদিকে জাহিদের ফুফাত ভাই মফিজুর রহমান জানান,প্রকৃত খুনী আসামীরা শাস্তি পাক আমি চাই তবে নিরঅপরাধ একটি লোক হয়রানী হোক সেটি আমি চাইনা। আসামীরা বিভিন্ন সুযোগ সুবিধা পুলিশের কাছ থেকে পাচ্ছে আর মৃতের পরিবার কাউকেই পুলিশ সহযোগীতা করছে না দ্বাবী করেন। তিনি পুলিশ ও প্রশাসনের সুদুষ্টি কামনা করেন। এরকম হত্যাকান্ড আর না যেন না ঘটে। তিনি তার ভাই জাহিদ হত্যকান্ডের সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *