মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার শেওলাডাঙ্গা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবার মরহুম মাষ্টার হাশেম আলীর কন্যা শিউলি পারভিন তার সৎ ভাই স¦াস্থ্য সহকারী আব্দুল হান্নান ও মসজিদের ইমাম আব্দুল মান্নানের বিরুদ্ধে সম্পত্তি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে। আব্দুল হান্নান ও আব্দুল মান্নানকে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও মাগুরা সদর উপজেলার ৮নং জগদল ইউনিয়ন পরিষদে মিমাংশার চেষ্টা ব্যার্থ হয়।শিউলি খাতুন জানান,আমি বর্তমানে একজন ক্যানসাররোগী । আমার শরীরের উন্নত চিকিৎসা জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমার বাঁচার জন্য প্রয়োজনে বাবার সম্পাত্তি ওয়ারেশ বন্টনের জন্য সব ঠিকঠাক কিন্তু আমার সৎ ভাই আব্দুল হানান ও আব্দুল মান্নান ভাইবোনের হিসাব দিতে চাঁন না। তারা ্ এ বিষয়ে টাল বাহানা করতেছে. মর্মে বিভিন্ন দপ্তরে দপ্তরের ঘুরতেছে মহিলা কোন সুরাহা পাচ্ছেনা। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন।