• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

দীর্ঘ ১৬ বছর পর শালিখায় প্রকাশ্যে বাংলাদেশ  জামায়াত ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত 

Bybasicnews

Aug 23, 2024
, মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ২৩ আগস্ট বিকাল ৩ টার সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ সকল শহীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর সন্তান শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে মাগুরা শালিখা উপজেলার শতখালী বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের কার্যক্রম শুরু করে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা এম.বি. বাকের মাগুরা জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী। তিনি বলেন, আমাদের দেশের তরুণ ছাত্ররা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এই ছাত্র সমাজ নিয়ে বাংলাদেশ বিনির্মাণে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাগুরা শালিখা উপজেলার কাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কাউছার আলী মোল্যা সভাপতি ৭ নং কাতলী ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী শালিখা শাখা মাগুরা।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা ও উপজেলা থেকে আগত জামায়াত ইসলামী নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। সবাইকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার পতন কোনো দলের একার বিজয় নয়, এই বিজয় ছাত্র-জনতার জীবনের বিনিময় অর্জিত ঐতিহাসিক বিজয়। শেখ হাসিনা পতনের খবরে সর্বস্তরের মানুষের মনে এক স্বস্তির  জাগান দিয়েছে ফিরে পেয়েছে মুক্ত মনে কথা বলার অধিকার।
দোয়া অনুষ্ঠানে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *