নাজমুল হোসেন মিলন,যশোর প্রতিনিধি\ যশোর ঝিকরগাছায় উপজেলার কায়েমখোলা গ্রামের সেলিম (২৫ নামে যুবককে দোকানে আটকিয়ে মারধোরের অভিযোগ উঠেছে।এর আগে একই ভাবে তার বড় ভাই আঃ আলিমকে মেরে রক্তাত্ব করে যশোর ২৫০ সয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছিল সন্ত্রাসীরা । ১১ই সেপ্টেম্বার বুধবার কায়েমখোলা বাজারে সেলিমকে ধরে রড সিমেন্টের দোকানের ভিতর সানু পিতা ভুলু মোল্যা বিল্লাল পিতা মোাশারফ হোসেন বাপ্পি হোসেন পিতা বিল্লাল হোসেন রাফি ও জুম্মান পিতা মানিক মোল্যা নামে সন্ত্রাসীরা আটকিয়ে পিটাইতে থাকে আর বলে যে শালা মামলা তুলে না নিলে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব বলে হুমকি দেয়। এসময় তারা সেলিমের কাছে ৩ লক্ষটকা চাঁদা দাবী করে। সেলিমে বড় ভ্ইা আলিম এখনো সেই রক্তের দাগ শুকায়নি। পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন।