• Mon. Dec 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনায় মাগুরার অয়ন

Bybasicnews

Sep 15, 2024

মাগুরা প্রতিনিধি,

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক উন্নয়ন গনসচেতনাতা মূলক নাটকে অভিনয় করতে, মাগুরা জেলার শালিখা উপজেলার অভিনয়শিল্পী আফজাল হোসেন (অয়ন)কে, তিনি ২০১৩ সালে মঞ্চ নাটকে অভিনয়ে ব্যাপক সমালোচনায় আসেন। এবং ২০১৫ সালে নাটকে অভিনয় করেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, ‘অয়ন’ অভিনীত নাটকের জনপ্রিয় নাটক হল, মায়ের শেষ সম্বল, বিবেকের দংশন,
চিরমুক্তি, ক্রীতদাসী, নিয়তি,বিধোবার ব্যথা, অশুভ ছায়া
এছাড়া তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘অয়ন’ এর সাথে আলাপচারিতায় তিনি বলেন আমি সাধারণ গ্রামের একটা ছেলে,
সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার মনে আশা ছিল অভিনয়ের মাঝে সমাজের বিভিন্ন সমস্যা ও জনসচেতনতা এবং শিক্ষানীয় বিষয় তুলে ধরা। তিনি আরো বলেন, কলেজ লাইফে থাকাকালীন সময়ে দেখা হয় তার প্রথম গুরু অনিমেষ বিশ্বাসের সাথে, তিনি তাকে জেলা ভিত্তিক বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার সুযোগ করে দেন।
এবং অভিনয়ে বিষয়ে তালিম দেন, তারপর
পারিবারিক সমস্যার কারণে জেলা শহর মাগুরাতে চলে আসি। সেখানে দেখা হয় দ্বিতীয় গুরু পরিচালক ফেরদৌস রেজা ভাইয়ের সাথে, তার হাত ধরেই আমার মূলত নাটকে অভিনয় করা এছাড়া পরিচালক শামীম শরীফ ভাই, সাংবাদিক রুস্তম মল্লিক মামা, শিল্পকলার নাটক বিভাগের প্রশিক্ষক জুয়েল ভাই , অভিনয় শেখার বিষয়ে সহযোগিতা করেছেন। ভবিষ্যতে তিনি অভিনয় জগতে থাকবেন কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আমার অভিনয়ের মাধ্যমে আমার দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করি , আজকের অয়ন শুধু দর্শকদের ভালবাসার জন্য তৈরি হয়েছে দর্শকদের ভালোবাসা পেলে ভালো কিছু উপহার দেব।

অয়নের বিষয়ে কথা হয়, পরিচালক ফেরদৌস রেজা সাহেবের সাথে তিনি বলেন অয়ন অত্যন্ত ভদ্র একটা ছেলে, ওকে আমার ছোট ভাইয়ের মতোই দেখি, ও যখন আমার কাছে আসে অভিনয় সম্পর্কে তেমন কিছু একটা জানতো না, আমি ওকে অভিনয় সম্পর্কে অনেক কিছু জানিয়েছি আমার কাছে রেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে নিয়ে গিয়েছি নাটক দেখিয়েছি এবং কিভাবে অভিনয় করতে হয় সেটা অয়ন কে শিখিয়েছি। অয়ন সম্পর্কে বলতে গেলে বলা যায় অত্যন্ত ধৈর্যশীল চৌকস একটা ছেলে,
শুটিংয়ের সেটে অয়ন যায় তখন খুব ঠান্ডা মাথায় কাজ করে, সবার সাথে ভদ্রভাবে কথা বলে এবং স্ক্রিপটা খুব মনোযোগ সহকারে পড়ে,আর অভিনয়ের চরিত্রে ঢুকে যাই, এবং কো আর্টিস্ট যে থাকে তার সাথে ভালো ব্যবহার করে, আমি অবশ্য সামান্য ভুল হলেই অনেকবার ওকে অনেক বকা দিয়েছি কিন্তু ও কখনো কিছু মনে করেনি, আমার মনে হয় সে আশীর্বাদস্বরূপ আমার বকাটা মেনে নিয়েছে
আমি ওর দীর্ঘায়ু কামনা করি এবং দোয়া করি ‘অয়ন’ যেন অভিনয়ের মধ্য দিয়ে ভালো
কিছু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *