মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৭ দফা প্রস্তাবনা তুলে ধরে আব্দুল গনি একাডেমি (এ জি) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন আয়োজনে শনিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এ শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক এম. বি বাকের, অধ্যাপক এ.বি এম ফজলুল করিম,ডক্টোর আলমগীর বিশ্বাস, আব্দুল মতিন, রবিউল ইসলামসহ আর্দশ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।