• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

সাতক্ষীরা সদরের, আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২জন শিক্ষকের বিরুদ্ধে ২১ বছর ক্ষমতার দাপটের অভিযোগ।

Bybasicnews

Sep 27, 2024

সাতক্ষীরা থেকে ফিরে নিজস্ব প্রতিনিধি\ সাতক্ষীরা সদর উপজেলার ৭০ নং আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২জন সহকারি শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে। শিক্ষকরা হলেন,মোঃ মোখলেছুর রহমান ও শেখ নাহিদ মাহমুদ। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিন এ স্কুলে উপর মহল ও ম্যানেজিং কমিটির সাথে হাত করে এই দুই শিক্ষক ক্ষমতার দাপট দেখিয়ে স্বজন প্রীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দিয়ে কোন কাজ হয় না। স্কুলের চারিপাশে অধিকাংশ অতি দরিদ্র শ্রেনীর ভ্যান চালক ও রিকসা চালকের মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তাদের প্রাইভেট পড়ার মত খরচ জোগাতে পারে না। তারা আরো জানান, এ দুই শিক্ষক নিজস্ব গতিতে চলেন। নিয়মনীতির তোয়াক্কা করেন না । এ স্কুলে পড়াশোনা ঠিকমত হয় না বলে মেধাবী শিক্ষার্থীরা চলে যায় অন্য স্কুলে। এমনকি বিগত সভাপতির নাতী নাতনীরা ভিন্ন স্কুলে পড়ার অভিযোগ রয়েছে। এ স্কুলের কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি আজো কমিটি ও শিক্ষকদের উদাসীনতায়। এলাকাবাসী এ দু-শিক্ষকের বদলী ও এই স্কুলের পড়া পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *