মাগুরার অমুড়িয়া গ্রামের মারামারিতে আহত আসাদ শিকদার, ইমরান, আকুল, দাউদ শিকদার। গতকাল থেকে চলমান মারামারি আজ সকালেও সংগঠিত হয়। মারামারি প্রকৃত কারণ গ্রামের আধিপত্যকে কেন্দ্র করে। আওয়ামীলীগ নেতা শাহাদত বিশ্বাস ও বিএনপি নেতা নওশের এর মেম্বার এর সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। গ্রামে এখন পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে, আর্মি ও পুলিশ মোতায়ন রয়েছে