• Wed. Feb 5th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিক নাজিমের লাশ মাগুরায় দাফন

Bybasicnews

Oct 23, 2024

মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরায় বাংলাদেশী শ্রমিক নাজিম উদ্দিন(৪৫)নামে এক ব্যাক্তি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গত ৩রা অক্টোবর মারা যান। স্বজন সুত্রে জানা যায,মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামের আবুল কামের ছেলে নাজিম উদ্দিন ১৬ই আগষ্ট সৌদি আরবে যান এবং যাওয়ার কয়েক দিনের মাথায় আকামা পান এবং সেখানে চাকুরীরত অবস্থায় সৌদির তায়েফের কাছে ৩রা অক্টোবর সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা যান এবং সৌদি আরবের কিংস আব্দুল আজিজ

হাসপাতালে,নাজিম উদ্দিনের লাশ মর্গে আছে জানায়।এ সংবাদে নাজিম উদ্দিনের স্ত্রী সাগরিকা বেগম খুব দরিদ্র পরিবারের একমাত্র উপার্জন ব্যাক্তি এ বিষয়ে মিনিষ্টার শ্রম বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাছে লাশ দেশে আনার আবেদন করলে সে দেশের সরকার সম্পুর্ন বীনা খরচে লাশ বাংলাদেশে পৌছে আজ বুধবার ২৩ শে আগষ্ট নাজিমের পারিবারের কাছে । বলেশ্বরপুর জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।এতে কয়েক গ্রামের শত শত লোক জানাজায় উপস্থিত হয়। শেষে বলেম্বরপুর গৌরস্থান দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *