মাগুরা প্রতিনিধি: নতুন করে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আলি আহমেদকে আহ্বায়ক এবং মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে।জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটিতে বাকি ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।কমিটিতে অন্তভূক্ত ৯ যগ্ম আহ্বায়ক হচ্ছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, এড রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর এবং পিকুল খান।