• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

Bybasicnews

Dec 13, 2024

মাগুরায়যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার বিশ্বাস (৫০) নামের এক ভ্যানচালকের নিহত হয়েছেন। সদর উপজেলার শিমুলিয়া নামক স্থানে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালকের বাড়ি মাগুরা সদরের নরসিনহাটি গ্রামের আকবার বিশ্বাসের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা শহর থেকে ভ্যান চালিয়ে মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়া নামক স্থানে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আশা একটি যাত্রীবাহী লোকাল বাস তাঁকে সামনে থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর কবির জানান, ঘটনা শোনার পরে আমাদের হাইওয়ে পুলিশ মাগুরা সদর হাসপাতালে গিয়ে পরিবারে সাথে কথা বলেছে। মরদেহটি টি হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। ঘাতক চালক ও বাসটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *