মাগুরা প্রতিনিধি\ মাগুরায় যশোর রোডের উপজেলা মডেল মসজিদ সংলগ্ন রবিউলের মদের দোকান উচ্ছেদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিতহয়।মানববন্ধনে ৩ নং পৌরসভার বিএনপি,জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারন মুসল্লিরা এ মানববন্ধনে অংশ নেয়। তারা মানববন্ধনে জানায়,রবিউল একজন পেশাদার মানক কারবারী । সে দীর্ঘ দিন ধরে প্রশাসন ও রাজনীতির ছত্রছায়ায় মাদক কারবারী করে যাচ্ছে। প্রশাসন রবিউলের কাছ থেকে হিসসা নিয়ে তাকে বার বার পুলিশ ছেড়ে দেয় বলে এলাকাবাসী জানান। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকাবাসী আরো জানান,রবিউলের মদের দোকান উচ্ছেদের সময় সে উল্টা এলাকার মুসল্লীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে নানা অভিযোগ।তারা অবিলম্বে বিশ্বরোড সংলগ্ন এ পবিত্র মসজিদের কাছে এমন অবৈধ মদের দোকান ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবী জানান।