• Thu. Jan 16th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মানবিক বাংলাদেশ গড়ার সপ্নদ্রষ্টা জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান – মাগুরায়

Bybasicnews

Jan 16, 2025

 

আকরাম হোসেন ইকরাম পৌর প্রতিনিধি\  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিশ্বকে জানান দিতে হবে দেশ ও জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা আর কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দল, ধর্ম ও গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করতে দেব না। জাতিকে তারাই ভাগ করে, যারা জাতির দুশমন।’ আজ ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঐতিহাসিক নোমানী ময়দানে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন | জামায়াতের আমির বলেন, ‘কোনো সন্ত্রাসী সরকার আর দেখতে চাই না। প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে এক জায়গায় করতে হবে। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল, সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি।’ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির সঙ্গে গাদ্দারি করলে, সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কী পরিণতি হয়। দেশ থেকে যারা পালিয়েছে, এটা থেকে আমি ও আমরা এবং পুরো দেশবাসী যেন শিক্ষা নিই। আমরা আজ হোক, কাল হোক কখনোই আর কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। আমরা জানিয়ে দেব, এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে আর সাদাকে সাদা বলবে।’জামায়াতের প্রধান বলেন, ‘লড়াই করে যারা নিহত ও আহত হয়েছে, তারা চাকরির জন্য বা কারও সহায়তা পাওয়ার জন্য লড়াই করেনি। তারা নিঃশর্ত লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য। জাতির দায়িত্ব, এখন এই পরিবার ও ব্যক্তিদের সম্মানিত করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন সঠিক স্বীকৃতিটুকু দেওয়া হয়। কোনো দুর্বৃত্তের সাহস হবে না তাদের কাছ থেকে চাঁদা চাওয়ার। যাকে আল্লাহ গরিবি হালতে রেখেছেন, প্রয়োজনে সে ভিক্ষা করবে, কিন্তু কোনো ক্যাডারকে এর আগে চাঁদা দেবে না। সামাজিক নিরাপত্তাটা এমন হবে, ঘরের দরজা খুলে হোক বা বন্ধ করে হোক সে শান্তিতে ঘুমাবে। কিন্তু ইজ্জত-সম্পদের ওপর আঘাত থাকবে না।’জবাবদিহি ও বিচার বিভাগ নিয়ে ডা. শফিক বলেন, ‘এমন একটা সমাজ প্রয়োজন, যে সমাজে শিক্ষিতরা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। তার কলিজাটা থরথর করে কাঁপবে এই ভেবে যে আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে।  ’জামায়াতের প্রধান বলেন, ‘আমরা বলেছিলাম কারও প্রতি অবিচার করব না, কোনো প্রতিশোধ নেব না। সেটা আমরা করিওনি। আমাদের ওপর গত ১৫ বছর যে অত্যাচার হয়েছে, তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম নির্যাতন। তারপরও আমাদের নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কোথাও কারও ব্যবসা, কারও বাড়িতে হামলা করেনি, ফুটপাত দখল করেনি, কারও গায়ে হাত তোলেনি।’জামায়াতের আমির বলেন, ‘সাড়ে ১৫ বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামায়াতে ইসলামীর ওপর। ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এসব কিছুর মাস্টারমাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, যারা মিথ্যা সাক্ষ্য ও রায় দিয়েছে, তাদের কেউ যেন রেহাই না পায় । আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই।’ আগামীতে দেশ গঠনে আপামর জনতার সহযোগিতা চেয়ে তিনি নেতা-কর্মী ও দেশবাসীকে প্রত্যেক শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ানোর ও মানবিক বাংলাদেশ গড়ার  আহ্বান জানান।এর আগে সকাল থেকে জামায়াতের আমিরের আগমন ঘিরে জেলা বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে  মাঠে উপস্থিত হন।,কেন্দ্রিয় সুরা ও জামায়াতের  নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুর রহমান,কেন্দ্রিয় সুরা সদস্য কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রিয় সুরা সদস্য ও কুষ্টিয়া যশোর  টিম সদস্য সাবেক জেলা আমির আব্দুল মতিন কেন্দ্রিয় সাবেক ছাত্রনেতা এ্যাড আজমতউল্লাহ এ ছাড়া বক্তব্য দেন,মাগুরা জেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী,অধ্যক্ষ মাহবুবুর রহমান,ওলামা মাশায়েকের নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী,সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহম্মদ,গন অধিকারের সভাপকি বরকতউল্লা ,অমুমলিম শাখার সেক্রেটারি শ্রী উত্তম কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *