• Wed. Jan 22nd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মঘী পরিবার স্বাস্থ্য কেন্দ্রের পিয়ন ফয়সালের বিরুদ্ধে সেবাদানে ও বড় বাবু এবং কর্মকর্তা সাঁজার অভিযোগ

Bybasicnews

Jan 19, 2025

মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পিয়ন ফয়সালের বিরুদ্ধে বড় বাবু অর্থাত বড় কর্মকর্তা সাঁজার অভিযোগ উঠেছে। গতকাল ১৯ শে জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়,পিয়ন ফয়সাল মঘী স্বাস্থ্য কেন্দ্রের মাঠ কর্মী অথচ পিয়ন ফয়সাল একজন ভুক্তভোগী সাংবাদিক আলাপ পরিচয়ে কর্মকর্তার সাথে পরিচয় না করিয়ে পিয়ন ফয়সাল বড় কর্মকর্তা সেঁেজ উল্টা সাংবাদিককে প্রশ্ন করেন এখানে অনুমতি ছাড়া আসা যাবে না।এ ছাড়া তিনি গাড়িতে সাংবাদিকের ষ্টিকার লাগিয়ে বিভিন্ন গনমাধ্যমেরও পরিচয় দেন।এখানে সরকারি চাকুরী করে কিভাবে প্রেস ব্যবহার করা যায়,এ বিষয়ে উপজেলা ফ্যামেলী প্লানিং এসিট্যান্ট কর্মকর্তা মস্তফা আমির ফয়সালের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং তিনিও সেবা গ্রহীতার সমাধান না করে দায় এড়িয়ে যান। ফয়সালও সাংবাদিককে হুমকি দেন যা পারেন তাই করেন। আসলে একজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মীর ব্যবহার যদি একজন সাংবাদিকের সাথে এভাবে করেন তাহলে সাধারন মানুষ এ কেন্দ্রে কিভাবে সেবা পাচ্ছে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে? তবে মঘী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা রেহেনা পারভিন এ অফিসের ষ্টাপের আচরনে দুঃখ প্রকাশ করেন এবং তিনি স্টাপদের সেবা গ্রহীতার মান বাড়াবেন এবং মিডিয়ার কাছে জনবল সংকট কথা লেখার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *