• Fri. Nov 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

দেশে রাষ্ট্রীয় দৌরাত্ম্য ও ফ্যাসিবাদ বিরাজ করছে

Bybasicnews

Sep 10, 2022

সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশে রাষ্ট্রীয় দৌরাত্ম্য ও ফ্যাসিবাদ বিরাজ করছে। তিনি গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারাস) মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। বাংলাদেশ প্রগতি লেখক সংঘের চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষে এ সভার আয়োজন। তাদের এবারের সম্মেলনের স্লোগান ‘ভয়ের মাঝে অভয় বাজাও, সাহসী প্রাণে চিত্ত জাগাও’। অধ্যাপক চৌধুরী বলেন, দেশে মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা নেই। তারা আত্মহত্যা করে, দুর্ঘটনায় মারা যায়, ধর্ষণ চলে। সর্বোপরি যে রাষ্ট্রীয় দৌরাত্ম্য ও ফ্যাসিবাদ বিরাজ করছে তার কারণে মানুষ মুখ খুলতে অত্যন্ত ভয় পায়, কী বললে কী হবে সেই আতঙ্কে থাকে। এ ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে প্রগতিশীল মানুষকে সংঘবদ্ধ হওয়া প্রয়োজন। পুঁজিবাদ মানবসভ্যতার সব অর্জন ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেন সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে এমন একজনকে সাহিত্য পুরস্কার দেওয়া হলো, যিনি খুনের মামলার আসামি। ছেলে সুপারিশ করে তাঁকে পুরস্কার পাইয়ে দিয়েছে। আগেরবার আরেকজনকে পুরস্কার দেওয়া হলো, তাঁর নামই কেউ শোনেনি। এগুলো সবই হচ্ছে পুঁজিবাদের দৌরাত্ম্য। বাংলাদেশ রাষ্ট্র একটি আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইকেই ‘প্রকৃত লড়াই’ উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুঁজিবাদের দৌরাত্ম্য আজকের পৃথিবী ধ্বংস করে দিচ্ছে।

নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সৈয়দ আজিজুল হকসহ অন্যরা এতে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের সভাপতি গোলাম কিবরিয়া পিনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *