• Wed. Mar 12th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা মহম্মদপুরের কলাগাছি গ্রামে আ.লীগের মিথ্যা মামলায় ৩৮ জন দ্রæত বিচার আইনে ঝুলতেছে।

Bybasicnews

Feb 19, 2025

মাগুরা প্রতিনিধি\ মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের কলাগাছি গ্রামে আ,লীগ নেতা শাহাদত মৃধা মিথ্যা মামলায় বিএনপির নিরিহ ৩৮ জন নেতা কর্মী ও নিরিহ কৃষককে দ্রæত বিচার আইনে মামলায় ঝুলানোর অভিযোগ উঠেছে। ১৯ শে ফেব্রæয়ারী বুধবার মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিবাদীরা ২০২৩ সালের মোকাম মাগুরা দ্রæত বিচার আইনে মহম্মদপুর থানাকে তদন্ত ভার দেন। দ্রæত বিচার আইনের মামলায় হাজিরা দিতে এসে ইউসুফ মোল্যা জানান,সৈরাচারী শেখ হাসিনার আশির্বাদপুষ্ট শ্রী বীরেণ শিকদারে উস্কানীতে আ,লীগের বিবাদমান দু গ্রæপের ভাগাভাগীতে দ্ব›দ্ব হয়। এনিয়ে তাদের নিজেরা নিজেদের বাড়ি ঘর ভাংচুর করে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মালানা দেয়।ছাত্রদলের রাব্বি নামে একজন কর্মী জানান,আমি ঘটনার দিন বাড়িতে না থাকলেও আমার নামে মিথ্যা মামলা দেয়। আসামীদের হাজিরার সময় মিডিয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের দালালদের এসব মিথ্যা মামলা থেকে এসব নিরিহ বিএনপির কর্মীরা অব্যাহতি চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *