• Wed. Mar 12th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা জগদল ইউনিয়নে বেড় আকসি গ্রামে হিন্দু সম্প্রদায়ের পুজা মন্দীর পরিদর্শনে জামায়াত

Bybasicnews

Feb 27, 2025

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বেড় আকসি গ্রামে সনাতনীদের পুজা মন্দীর পরিদর্শন করেন জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল। তারা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রশ্নে খোজ খবর নেয়। প্রতিনিধি দলের বরাতে জানা যায়,যে কোন ষঢ়যন্ত্র রুখতে এবং কোন নাশকতা যাতে না হয় সে জন্য জামায়াতের পক্ষ থেকে কঠর। যেহেতু দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সুজগে যে কোন রাজনৈতিক ফায়দা না লুটতে পারে সে জন্য আমরা খোজ খবর নিতে আসছি। এতে হিন্দু সম্প্রদায়ের সবাই খুশি এবং সম্পৃতীর আরো এক ধাপ এগিয়ে জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের থানা সেক্রেটারি মোহাম্মাদ আলী,জগদল ইউনিয়নের জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা শাহাদত হুসাইন,জগদল ইউনিয়নের ওলামা মাশাকের ছাত্র সংগঠনের নেতা মাওলানা গোলাম রব্বানী,মঘী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম,জগদল ইউনিয়নের জামায়াতইসলামীর ২নং ওয়ার্ড সভাপতি ইমদাদুল হক,মঘি ইউনিয়ন জামায়াত কর্মী কামাল হোসেন,মনু মিয়া ,সাহেব আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *