আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরায় সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের চাচি সদর উপজেলার মঘী ইউনিয়নের আ,লীগের চেয়ারম্যান জনাব হাসনা হেনার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১২ই মার্চ বুধবার মঘী ইউনিয়ন বোর্ড অফিস চত্ত¡রে সামনে ইউনিয়নের সাধরন জনগন এ মানবন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা জানায়,ফ্যাসিষ্ট আ,লীগ সরকারের দালালরা ঘাপটি মেরে ষঢ়যন্ত্র করছে এ সরকারকে বেকায়দায় ফেলার এবং সব সময় তারা ষঢ়যন্ত্র করে। আ,লীগের ভাতাভোগী সুবিধাভোগীদের টিসিবিসহ সরকারি সব সৃুযোগ সুবিধা দেয় তাদেরই দেয় বিএনপি বা জামায়াত সদস্যদের দেয়নি। তারই প্রতিবাদে আজ ইউনিয়নবাসী চেয়ারম্যানের অপসারন চায়। তারা আরো জানান,এই চেয়ারম্যানের লজ্জা ঘৃনা যদি থাকতো তাহলে এই পরিষদে বসতেন না তিনি একজন নির্লজ্জ বেহাইয়া চেয়ারম্যান,আর ইউনিয়নে তার মুখ দেখতে চাই না। অনতিবিলম্বে চেয়ারম্যানের পদত্যাাগ চায়। মাননীয় জেলা প্রশাসককে দ্রুুত ব্যবস্থা নিতে আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন,মাগুরা জেলা বিএনপির মহিলা দলের যুগ্ন সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী,জেলা বিএনপির সদস্য নাজমুল হোসেন লিটন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিরুল ইসলাম মঘী ইউনিয়ন সাবেক বিএনপির সদস্য প্রফেসার মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি,মাষ্টার হাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতী ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের থানা সেক্রেটারি মোগাম্মাদ আলী,২নং ওয়াড সভাপতি অবঃ সেনা সদস্য কামাল হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি কৃষক দলের রতন বিশ্বাস, ৮নং ওয়ার্ড যুগ্ন আহবায়ক মোহামামাদ আলী ,বিএনপির সার্স কমিটির সদস্য,বিএনপি নেতা আলতাফ হোসেন,আবু বক্কার ইমাম আলী,মোক্তার হোসেন,ইয়ার আলী প্রমুখ।