• Fri. Apr 18th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শ্রীপুর খামারপাড়া হাট ইজাদারকে হুমকি ও বিএনপির নেতার বিরুদ্ধে জোর করে ইজারা তোলার অভিযোগ

Bybasicnews

Apr 15, 2025

 

মাগুরা প্রতিনিধি\ মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে বিএনপি নেতাদের বিরুদ্ধে জোর করে ইজারা তোলার অভিযোগ উঠেছে। ১৫ই এপ্রিল মঙ্গলবার সরেজমীন প্রতিবেদকে হাট ইজাদার রবিউল ইসলাম জানান,আমি সরকারি বিধি মোতাবেক গত ২০শে মার্চ ২৭ লাখ ১০ হাজার ১০০ শত টাকায় হাট-বাজার ক্রয় নিয়েছি । যেখানে সরকারি নিয়মে ভ্যাট, ট্যাক্স ও সিকিউরিটি সহ ৩৩ লাখ টাকার উপরে এক বছরের জন্য নিয়েছি  | স্বাক্ষর সম্বলীত রশিদ আছে ।গত পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সোমবার থেকে রবিউল মিয়ার খাঁজনা আদায়ের কথা কিন্তু জোরপূর্বক বিএনপি’র সাবেক চেয়ারম্যান আশরাফ তার লোকজন দিয়ে পূর্বের আদায়ের রশিদের বহি ভয়ভীতি প্রদর্শন করে মাছের বাজার, সাইকেল বাজার, পেয়াজ বাজার পাটবাজার, চাল বাজার সহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে থেকে খাঁজনা আদায় করে যাচ্ছে। সূত্রে জানায়    সাবেক চেয়ারম্যান আশরাফপন্থির লোকজন শ্রীকোল গ্রামের মিকা মন্ডলের পুত্র মিলন মন্ডল (৪৫), জাকির মিয়ার পুত্র টিপু মিয়া (৪০), সিদ্দিক খানের পুত্র ইরান খান (৪০), রজব শেখের পুত্র বজলু শেখ (৩০), পূর্ব শ্রীকোল গ্রামের মহিউদ্দিন জোয়ারর্দারের পুত্র তোজ্জাম্মেল জোয়ার্দার (৬০), লাভলু, মকসেদের পুত্র জিল্লু, সাবেক মেম্বার মুকুল, দরিবিলা গ্রামের ইদ্রিস মোল্লার পুত্র রবি মিয়া (৪০), ইদ্রিস মিয়ার পুত্র হেমায়েত মিয়া (৩২), দাইরপোল গ্রামের শাহাদত মোল্লার পুত্র আমিরুল মোল্লা (৪০), টুপিপাড়া গ্রামের শামসেল মোল্লার পুত্রর রিপন মোল্লা (৩০), বারইপাড়া গ্রামের ওবায়দুল্লাহর পুত্র সাগর, বকুল মোল্লার পুত্র শামিম মোল্লা (৩০), টুপিপাড়া গ্রামের মৃত রুস্তম খানের পুত্র টুকু খান, সেলিম খান, আলিম খান সহ আরোও ২০-৩০ জন খামারপাড়া বাজার থেকে সন্ত্রাসী কায়দায় জোর করে ব্যবসায়ীদের কাছে থেকে জোরপূর্বক হুমকি ধামকি দিয়ে খাজনা আদায় করছে |

এ ব্যাপারে খামারপাড়া বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সনাতন ট্রেডার্সের মনিরুল ইসলাম, মেসাস হাসান ট্রেডার্সের হাসান, পাট, গম ও ভুষি মাল ব্যবসায়ী বিশ্বজিৎ বিশ্বাস, পেঁয়াজের বস্তা ব্যবসায়ী লতিফ খা, পেঁয়াজ ব্যবসায়ী শমসের কাজী, মাছ বাজারের ব্যবসায়ী দিপু, বাবলু এদের কাছে জানা যায় সনাতন ট্রেডার্সের লালু বলে শামীম টাকা চেয়েছে মনে ৪ টাকা ও বস্তা প্রতি ৯ টাকা এবং হাট ইজারাদার না হলে কাউকে টাকা দিবো না। বিশ্বজিৎ বিশ্বাস জানাই লাভলু টাকা চেয়েছে পেঁয়াজ ক্রয় করলে খাঁজনা দিতে হবে। লতিফ খা বলে শামীম খাজনা নিয়ে গেছে আমার ভাড়াটিয়ার কাছ থেকে। হাসান জানায় শামীম ৮ শত টাকা নিয়ে গেছে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। হাট ইজারাদার রবিউল মিয়ার আপন ভাই মিটুল মিয়া বলেন, সাবেক চেয়ারম্যান আশরাফের ভাতিজা তুফান, সাবেক মেম্বার মুকুল, তোজাম্মেল, হালিম খা, সেলিম খা আমাদের বাড়ি গিয়ে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। গতকাল ১লা বৈশাখ হার্ট জোরপূর্বক ভাবে কালেকশন করছে আমাদের লোকজন বের করে দিয়ে সাগর, জিল্লুর, তুফান, তোজাম্মেল ও আরো অনেক লোকজন দিয়ে হাট কালেকশন করে। ২০-২৫ জন লোকজন আমাকে বাড়িতে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকি দিয়েছে আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং আমার ১০-১২ জন লোকজন নিয়ে হাটের খাঁজনা আদায় করতে চাই।

শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ জানান, খামারপাড়া বাজারের হাট উচ্চ মূল্য ক্রয় করেছে আওয়ামীলীগের রবিউল মিয়া তবে হাটের ইজারা গতকাল আদায় করা হয়ন ।শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ জানান, খামারপাড়া বাজারের হাট উচ্চ মূল্য ক্রয় করেছে আওয়ামীলীগের রবিউল মিয়া তবে হাটের ইজারা গতকাল আদায় করা হয়নি। তিনি উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর কাছে এই হাটের সুষ্ঠু সমাধান চান

৩ নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট-বাজার কমিটির সচিব কুতুবুল্লাহ হোসেন মিয়া জানান, বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই খামারপাড়া বাজার থেকে হাট ইজারাদার রবিউল মিয়াকে তার লোকজনসহ বের করে দিয়ে আশরাফ জোয়ারর্দার বাজার থেকে ব্যবসায়ীদের কাছে থেকে টাকা আদায় করছে। বিষয়টি বাজার কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যাণার্জী কে অবহত করা হয়েছে।শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যাণার্জী জানান, খামারপাড়া হাটবাজারের বিষয়ে কোন অভিযোগ আসে নাই তবে হাট ইজারাদার বাদে যদি কেউ ইজারা তুলে থাকে সেটা অপরাধ এবং এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *