• Mon. Apr 28th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় শিশু আছিয়ার মামলার দুই সাক্ষী ও বাদীকে জেরা

Bybasicnews

Apr 27, 2025

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় আদালতে বাদীসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে রবিবার।মামলাটির পরবর্তি সাক্ষ্যগ্রহণের দিন সোমবার।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান আদালতে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামী হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আদালতে আনা হয়।এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেব মনিরুল ইসলাম মুকুল এবং বাদি পক্ষে লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী সোহেল আহমেদ অংশ নেন।রাষ্ট্র পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, বিজ্ঞ আদালত সাক্ষী হিসেবে বাদি এবং অপর দুইজনকে তলব করেছিলেন। আসামীদের পক্ষে আইনজীবী তাদের জেরা করেছেন। আগামীকাল সোমবার আবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছে আদালত। সেদিন তিনজন সাক্ষী আগামীকাল সোমবার সাক্ষ্য প্রদান করবেন।মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। পরে চিকিসাধীন অবস্থায় ১৩মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *