• Fri. May 16th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার শ্রীপুরে নিরাপদ শেল্টারে আওয়ামী লীগ নেতারা!

Bybasicnews

May 16, 2025
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মাষ্টার)।
আওয়ামী লীগের সময় তিনি শ্রীপুর যে সব এলাকায় মারামারি কাটাকাটি হয়েছে সেই এলাকার দুই পক্ষের থেকেই টাকা খেয়েছেন বলে প্রচার আছে।এমনকি রসুন, পেয়াজও ঘুষ হিসাবে নিয়েছেন।
একাধিক সুত্রে জানা যায়, তার ভাই,ভাস্তেরনি,রানা,লিখন এলাকায় প্রভাব বিস্তার করে নিরীহ মানুষের কাছ থেকে টাকা- পয়সা নিয়েছে।
৫ আগষ্টের পর এলাকা থেকে পালিয়ে গেলেও এখন তারা আবার এলাকায় ফিরে এসে অপতৎপরতা চালাচ্ছে। মানুষকে হুমকি ধামকি দিচ্ছে।
আর এদের সেল্টার দিচ্ছেন কল্যানপুর গ্রামের পদ বিহীন নেতা মিজানুর রহমান।
আওয়ামী লীগ আমলে তার নামে এলাকায় কোন মামালা হয়নি। কারণ, তিনি এই আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ তার ভাই ভাস্তেদের সাথে আঁতাত করে চলছেন।শ্রীপুরবাসীর প্রশ্ন- আওয়ামী লীগের সভাপতি সহ এই সকল নেতাদের বিচারের আওতায় আনা হচ্ছে না কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *