• Wed. Oct 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

ফরিদপুরের মধুখালী বাজারের ফুটপথ দখলমুক্ত করলেন ইউ.এন.ও

Bybasicnews

Jun 29, 2025

 

বিপ্লব বসু
ফরিদপুর জেলা প্রতিনিধি
বেসিক নিউজ ২৪ ডট কম

অদ্য ২৮ জুন শনিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের প্রধান বাজার মধুখালী বাজারের সকল ফুটপথগুলো দখলমুক্ত করলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসাসক মো. আবু রাসেল। মধুখালী বাজারের প্রধান সড়ক, থানা রোড, কাঁচা বাজার সড়ক, মাছ বাজার সড়ক, মির্জা সড়ক,পাট বাজার সড়ক, কৃষি ব্যাংক সড়ক এলকায় অভিযান চালিয়ে রাস্তার উপরের দোকান,মালামাল রাখা জিনিসপত্র রেখে দখল হওয়া ফুটপথ দখলমুক্ত করেন।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান,মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান,বাজারের আহবায়ক কমিটির আবুল কাশেম আবুল,আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম আরেফিন, পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফুটপথ দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাজার করতে আসা লোকজন।মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাথগুলোর উপর দোকান, জিনিসপত্র রেখে চলাচলের অনুপযোগী ছিল। ইতিপূর্বেও মালমালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। আজ শনিবার ফুপথগুলো দখলমুক্ত করে জনসাধারনের চলাচলের সুযোগ করে দেওয়া হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *