বিপ্লব বসু ফরিদপুর জেলা প্রতিনিধি।
বেসিক নিউজ ২৪ ডটকম
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের বিরুদ্ধের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১:১০ মিনিটে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভুক্তভোগী চাকুরী প্রার্থীদের ব্যানারে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ ভুক্তভোগী চাকুরী প্রার্থী রাজিব হোসেন রাজিব , শফিকুল ইসলাম, শিল্পী খাতুন, সোহেল রানা, নুরে জান্নাত সারাসহ প্রমুখ ভুক্তভোগী চাকুরী প্রত্যাশীরা।
তারা সাংবাদিকদের বলেন ফরিদপুরের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনেক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত করে সুষ্ঠুভাবে যোগ্য প্রার্থীদের পরবর্তীতে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরিতে যোগদান প্রদানে বাধা প্রদান করায় আমরা মর্মাহত এবং এর প্রতিবাদে আমরা সিভিল সার্জন অফিসের সামনে আজ অবস্থান কর্মসূচি পালন করছি।চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সহকারী পদে চাকুরী ফিরিয়ে দেওয়ার জন্য ফরিদপুর সিভিল সার্জনের নিকট আমরা দাবি জানাচ্ছি