• Wed. Oct 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শালীখায় স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু

Bybasicnews

Jul 12, 2025

শালীখায় স্বামীর হাতে স্ত্রীর মৃত্য।

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শালিখায় পারিবারিক কলহের জেরে শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে স্বামী মিজানুর মোল্লা (৪০) এই হত্যা ঘটান। হত্যার শিকার সোনালী খাতুন (৩৮) উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দাড়া গ্রামের লতিফ মন্ডলের মেয়ে। বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে ২০ বছর বয়সের ছেলে ও ১১ বছর বয়সের কন্যা সন্তান আছে।

পুলিশ সোনালী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।এ হত্যার ঘটনায় সোনালী খাতুনের পরিবার শালিখা থানায় মামলা করবে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলি মিয়া।

সোনালীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে ২০২১ সালে স্বামীকে, ২০২৩ সালে তার ছেলেকে বাবার বাড়ি ও বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে সৌদি আরবে পাঠায়। দুই বছর না যেতেই দুজনই আবার দেশে ফিরে আসেন। বিদেশ থেকে ফিরে এসে তার স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার রাত আটটার দিকে স্বামী মিজানুর মোল্লা চট্টগ্রাম থেকে তার স্ত্রী সোনালী খাতুনকে ফোন করেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করতে একটু দেরি হয়, পরে রাত নয়টার দিকে স্ত্রী তার স্বামী মিজানুর মোল্লা কে ফোন দেন তখন স্বামী ফোন রিসিভ করেন নাই। পরে স্বামী মিজানুর রহমান চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন, স্ত্রী ভয়ে ঘরের দরজা খোলে নাই। একপর্যায়ে স্বামী মিজানুর মোল্লা ঘরের ওয়াল্ট টপকে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে মারধর শুরু করেন একপর্যায়ে ঘরের ভিতরে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। তখন স্ত্রী সোনালী খাতুন ঘরের মেঝে লুটিয়ে পড়েন।ঘরে থাকা তার মেয়ে মদিনার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে প্রতিবেশীরা দেখতে পান সোনালীর রক্তাক্ত দেহ ঘরের মেঝে পড়ে আছে। এদিকে খবর পেয়ে শালিখা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে শালিখা থানার ওসি মোঃ ওলি মিয়া বলেন, ‘সোনালী খাতুন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মিজানুর মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *