আকরাম হোসেন ইকরাম পৌর প্রতিনিধি॥ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসাবে ১৭ই জুলাই বৃহস্পতিবার আছর নামাজ বাদে সাড়ে ৫টার দিকে ভায়নার মোড় হয়ে মিছিল টি চৌরঙ্গি হয়ে ঢাকা রোড গিয়ে কাঁচাবাজার হয়ে আবার ভায়নার মোড়ে স্মৃতি স্তম্ভে এসে সমাবেশ হয়। এতে জামায়াতের জেলা প্রধান অতিাথি হিসাবে বক্তব্য দেন,জেলা আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক এমবি বাকের। তিনি গোপালগঞ্জের এনসিপি নেতাদের উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দেশের বিরুদ্ধে ষঢ়যন্ত্র কারীদের বিরুদ্ধে সকলকে সজাগ রাথতে বলেন যে কোন সময় তারা ফ্যাসিবাদের দৌরাত্ত্ব সৃষ্টি না করতে পারেন সেদিকে খেয়াল রাখতে বলেন।আরো বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল মতিন।এ ছাড়া উপস্থিত ছিলেন,জেলা জামায়াতেরে নায়েবে আমির,অধ্যক্ষ মাহবুবুর রহমান,সেক্রেটারি সাঈদ আহম্মদ বাচ্চু,পৌর আমির আশরাফুল আলম,সদর থানা আমির ,অধ্যাপক ফারুক হুসাইন,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস,সেক্রেটারি আবুল কাশেম,সদর থানা সেক্রেটারি মোহাম্মাদ আলী প্রমুখ।