এসডিএফ মাগুরা জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপ
ফারুক আহমেদ, মাগুরা : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য সামনে রেখে মাগুরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলার আয়োজনে এবং এসডিএফ মাগুরা জেলা অফিসের সহযোগিতায় “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। যুব দিবস উপলক্ষে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণচেক, প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট সকাল ১০ টার সময় মাগুরা যুব ভবন হল রুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের, এসডিএফ মাগুরার জেলা ব্যবস্থাপক জাকির হোসেন, মাগুরা ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি তাজ্জালা সহ এসডিএফ মাগুরা জেলার সকল জেলা কর্মকর্তা, ক্লাস্টার কর্মকর্তা সহ বিভিন্ন ক্লাস্টার থেকে যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমান।