! যশোরে শ্রীকৃষ্ণ ও রাধা জন্মাষ্টমী ২০২৫ অনুষ্ঠি
যশোর প্রতিনিধি ; যশোরে শ্রী শ্রী কৃষ্ণ ও রাধা জন্মাষ্টমী অনুষ্ঠিত!!এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ইসকন এর সভাপতি শ্রীমদ্ভক্তি বিনয় কৃষ্ণদাস প্রধান বক্তা হিসেবে বর্তব্য প্রদান করবেন ইসকন বাংলাদেশের খুলনা বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক শ্রীপাদ জগৎ গুরু গৌরাঙ্গ দাস ;ইসকন নড়ালের সহ-সভাপতি শ্রীমান গৌরাঙ্গ দাস অধিকারী সোনাডাঙ্গা খুলনার শ্রীমান গৌড়েশ্বর নিমাই দাস ;যশোর অভয়নগর এর শ্রীমান নিতাই দাস সভাপতিত্ব করবেন শ্রীমান দেব গৌড় চন্দ্র দাস সার্বিক পরিচালনায় থাকবেনশ্রী শ্রী রূপ সনাতন উদযাপন কমিটি ;উপস্থাপনায় শ্রী রূপ দাস অধিকারী এছাড়া দেশ জগত বিখ্যাত ভক্তবৃন্দ !
যশোরে শ্রীকৃষ্ণ ও রাধা জন্মাষ্টমী ২০২৫ অনুষ্ঠিত
