মাগুরা প্রতিনিধি\ মাগুরায় কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক এসোসিয়েশন ২০২৫ আলোচেনাসভা অনুষ্ঠিত।ডাঃ জমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,মাগুরার উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী এম মজিদ উল হকের কন্যা ডাঃ সিমিন মজিদ। তিনি পল্লি চিকিৎসকদের দুখঃ দুর্দশাসহ বিভিন্ন সমাস্যার কথা শোনেন এবং তিনি সমাস্যা পুরোনে সহযোগীতার আশ^াস দেন।এ ছাড়া বক্তব্য দেন,সভাপতি ডাঃ জমির হোসেন,সেক্রেটারি শিপন হোসেন,মাগুরা সদর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম,শালিখা উপজেলা সভাপতি আব্দুস সবুর সরদার,মহম্মদপুর সভাপতি ডাঃ এনামুল হক প্রমুখ।