• Thu. Nov 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

একপেট আহার অতঃপর হাঁিসর ক্ষুদ্র প্রচেষ্টা সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্যোর আবেদন

Bybasicnews

Sep 26, 2022


মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার গাঙ্গুলিয়া গ্রামের রিয়াজুল পেশায় মিস্ত্রির কাজ করতেন।২বছর পূর্বে তার পিতা দুরারোগ্য ক্যান্সারে মারা যায়। অভাব অনটনের সংসার ,হাল ধরেন রিয়াজুল। মিস্ত্রির কাজ করতে গিয়ে গত ৯ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙ্গে খাঁন খাঁন হয়ে যায়।ফরিদপুর যশোর খুলনা ঢাকাসহ চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্ষে শেষে একবুক হতাশা নিয়ে বাড়িতে ফেরেন।এদিকে ১ সন্তান ফেলে রেখে স্ত্রীও চলে গেছে। আছে তার মায়ের কাছে। এখন ভারতে ভেলুরে চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে যেত। ডাক্তারা বলছে অনেক টাকা লাগেবে।অল্প বয়সে কঠিন এ রোগে আক্রান্ত হয়ে জীবন যেন অন্দকারে। বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। কে দাড়াবে এই রিয়াজুলের ভরন পোষনের পাশে? অসহায় রিয়াজুল কোথায় পাবে এতো টাকা। এ অবস্থায় সরকার সহ কিংবা সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন।সহৃদয় ব্যাক্তি বা প্রতিষ্ঠান চিকিৎসার সাহায্যে এগিয়ে আসলে বাঁচতে পারে রিয়াজুল জীবন। অন্য স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে পারে।এর মধে রিয়াজুল শরীরের পচন ধরেছে সর্ব শরীর অসুস্থ্য হয়ে পড়েছে ।

সামাজিক মিডিয়ায় রিয়াজুলের কথা শুনে দ্রæত ছুটে আসেন এক পেট আহার অতপর হাসির সদস্যরা।তারা রিয়াজুলের অবস্থা দেখে কিছু খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সাহায্যর হাত বাড়ান।এসময় উপস্থিত ছিলেন, একপেট আহারের পরিচালক নির্বাহী পরিচালক মোঃ সোহেল সবুজ,অর্থ পরিচালক মোঃ রিপন মাহমুদ,অডিট পরিচালক মোঃ আউলিয়া হোমেন প্রমুখ ।একপেট আহারের পরিচালকবৃন্দ জানান,এখানে অসহায়,গরীব,দুস্থ্যঃ মানুষের পাশে আমরা দাড়াই। তাদের পাশে সামান্যতম সহযোগীতা করতে পারলে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসবে।এখানে সদস্য ফরম ১৩০টাকা দিয়ে যে কোন সময়ে সদস্য হওয়া যায়।তারা সরকারের পাশাপাশি সাধারন মানুষের কাছে এরকম সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *