বিশেষ প্রতিনিধি,
মাগুরায় দৈনন্দিন জীবনের সমস্যা ও সমাধান বিষয়ক তথ্যসেবা ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ প্রিয়জেলা.কম এর উদ্বোধন হয়েছে ।
আজ শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অ্যাপটির উদ্বোধন করেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সাত্তার, জেলা ড্র্যাগ অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব কুন্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান সহ অন্যরা। উদ্যোক্তারা জানান দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, স্বাস্থ্য,চাকরিসহ নয়টি ক্যাটাগরিতে ২৬ টি সেবা এই ওয়েব সাইটটি থেকে দেয়া হবে । পর্যায়ক্রমে এটিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান তারা।