মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে ৭ভাইর অভিযোগ এক ভাইয়ের বিরুদ্ধে। এক ভাইয়ের নাম মুকুল হোসেন সে ঐ গ্রামের মরহুম তোয়াজ উদ্দিনের ৭ নম্বার সন্তান। বড় ভাই মোশারফ হোসেন চান্দু জানান,আমরা ৮ভাইর মধ্যে মুকুল হোসেন নামে যে ভাই সে প্রথম থেকেই সন্ত্রাসী এবং দাঙ্গাবাজ আমাদের থেকে সে ভিন্নভাবে চলাফেরা করে। ইতিপূর্বে তার নামে মাগুরা সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে। ২০০৪ সালের১৩ই ফেব্রæয়ারী সদর থানায় ডাকাতীর অভিযোগে হলে জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাচ্ছু মিয়া,সাবেক ২নং ওয়ার্ড মেম্বার শাহ আলম হরমুজ,মাতব্বর জহুর,আবু তালিব মিলে ১৫ই ফেব্রæয়ারী ২০০৪ তারিখে মিমাংশা করা হয় যা এখনো নথিতে আছে।মুকুল যে সন্ত্রাসী দাঙ্গাবাজ এবং কেডার তার আপন বড় ভাইর চান্দুর বাড়ি ডাকাতীর প্রস্তুতিকালে লুৎফর রহমানের বাড়িতে ছয়চার গ্রামের লোকজন এসে হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে এলাকার মাতব্বরা মিমাংশা করে দেন।তবে এ বিষয়ে মাগুরা সদর থানায় অভিযোগের তারিখ ০১/১০/২০১২। সব চেয়ে কনিষ্ঠ ভাই ইসপাহানি মাগুরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মুকুলের বিরুদ্ধে মামলা নং ৮১৬১/২০১২ তারিখ ১১/১০/২০১২ । চান্দু আরো জানান,৭ভাই একদিক একভাই মুকুল একাই একদিক। সে যে গাছ কাটার অভিযোগ দিয়েছে তা মিথ্যা ।কারন মুকুলের ২০বছর আগে আমার ঐ জমি কেনা সম্পত্তি।জমি আমার হলে গাছ কার? তিনি একভাই মুকুলের নির্যাাতন থেকে ৭ভাইকে বাঁচতে প্রশাসনসহ এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করেন।নতুবা যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।