• Tue. Dec 24th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

আজ এইচএসসি পরীক্ষায় বসছে যশোর বোর্ডের ১ লাখ ৭০৯ শিক্ষার্থী

Bybasicnews

Nov 6, 2022

মিরাজুল কবীর টিটো : আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ড থেকে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী। পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের ১১টি জরুরি সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র সাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে।
কেন্দ্রসচিবদের দেয়া ১১টি জরুরি নির্দেশনার মধ্যে রয়েছে, সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ নিশ্চিত করা। পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও রচনামূলক (সিকিউ) পরীক্ষার উত্তরপত্র একই সাথে সরবারহ করা। ২০২২’র সময় ও নম্বর বিভাজন অনুযায়ী পরীক্ষা গ্রহণ। কেন্দ্রে সংযুক্ত ট্যাগ অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত প্রতিনিধিকে নিয়ে ট্রেজারি বা থানা কিংবা নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্ন গ্রহণ এবং পরীক্ষা শুরুর পূর্বে ট্যাগ অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা  ও পুলিশ কর্মকর্তার উপস্থিতি এবং স্বাক্ষরে বিধি অনুসরণ করে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। প্রশ্নপত্রের প্যাকেটের ওপরে সেট কোড, বিষয় কোর্ড সম্পর্কিত তথ্য নিশ্চিত হতে হবে, সিকিউরিটি প্যাকেট খোলার পরও আরো একবার সেট কোড ও বিষয় কোড সঠিক আছে কিনা সেটি যাচাই করে পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র পাঠাতে হবে। প্রবেশ পত্র ও নিবন্ধন কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না। প্রতিদিন পরীক্ষা শেষে  নিকটবর্তী কেন্দ্র ওই দিনই বাহক মারফত বা বাহক মারফত পাঠাতে না পারলে জরুরি ভিত্তিতে ডাক বিভাগ বা রেলওয়ে পার্সেলের মাধ্যমে উত্তরপত্র বোর্ডে পাঠানোর ব্যবস্থা করবে। পরীক্ষা শেষে লিখিত উত্তরপত্র, নৈর্ব্যক্তিক উত্তরপত্র ও টপকভার কোনোভাবেই ট্রেজারি, থানা বা ব্যাংকে সংরক্ষণ করা যাবে না। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্র হলুদ কাপড়ে এবং বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র  লাল কাপড়ে প্যাকিং করে আলাদাভাবে প্রেরণ করতে হবে। লিখিত উত্তরপত্র, নৈর্ব্যক্তিক উত্তরপত্র ও টপকভার পরীক্ষা শেষে ওই দিনই আকাশী রংয়ের কাপড় দিয়ে মুড়িয়ে যথাযথ ঠিকানায় পাঠাতে হবে। এক্ষেত্রে ইংরেজি ভার্সন পরীক্ষার্থীদের শুধু লিখিত উত্তরপত্র  আলাদা করতে হবে এবং মোড়কের ওপর ইংরেজি ভার্সন কথাটি লিখতে হবে। পরীক্ষা চলাকালীন এবং শুরুর পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ব্যতীত অন্যদের কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *