• Tue. Dec 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

Bybasicnews

Nov 15, 2022

১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির একটি সাত সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই চিঠি নিয়ে আসেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। বৈঠক শেষে আমান সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায়। সেজন্য সমাবেশের অনুমতি চেয়ে ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি।’

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গণসমাবেশকে কেন্দ্র করে যাতে গণিপরিবহন বন্ধ করে দেয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *