• Mon. Apr 7th, 2025 12:32:46 AM

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

বিয়ার চাই, বিয়ার দাও’ স্লোগান উঠলো বিশ্বকাপের গ্যালারিতে

Bybasicnews

Nov 22, 2022

ফুটবল বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে বিয়ার নিষিদ্ধ করেছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার।  

তবে গতকাল রবিবার উদ্বোধনী ম্যাচেই কাতারের স্টেডিয়ামে স্লোগান উঠে,  ‘বিয়ার চাই, বিয়ার দাও’।বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারায় ইকুয়েডর। 

খেলা শুরুর কয়েক মিনিট পরেই গ্যালারিতে উপস্থিত ইকুয়েডরের কয়েক হাজার সমর্থক চিৎকার শুরু করেন। 

তারা বলতে থাকেন, ‘আমরা বিয়ার চাই। আমাদের বিয়ার দাও। ’ বেশ কিছুক্ষণ ধরে তারা সমস্বরে এই স্লোগান দিতে থাকেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *